A Person who leaves his/her own country to settle permantly in another country is called a/an-

A Immigrant

B Expatriate

C Emigrant

D Migrant

Solution

Correct Answer: Option C

- একজন ব্যক্তি যখন স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যান, তখন তাকে Emigrant (দেশত্যাগী) বলে।
- অন্যদিকে, যখন কোনো ব্যক্তি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য দেশ থেকে এসে কোনো দেশে প্রবেশ করেন, তখন তাকে Immigrant (অভিবাসী) বলা হয়।
- সহজে মনে রাখার উপায়: Emigrant শব্দটির শুরু 'E' দিয়ে, যা Exit (বের হওয়া) নির্দেশ করে। আর Immigrant শব্দটির শুরু 'I' দিয়ে, যা In (ভেতরে আসা) নির্দেশ করে।
- Expatriate বা প্রবাসী হলেন এমন ব্যক্তি যিনি সাময়িকভাবে নিজের দেশের বাইরে অন্য দেশে বসবাস করছেন (সাধারণত চাকরির প্রয়োজনে), কিন্তু তিনি সেখানে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্য নাও রাখতে পারেন।
- Migrant শব্দটি একটি সাধারণ পরিভাষা, যা দিয়ে এমন ব্যক্তিকে বোঝায় যিনি এক স্থান থেকে অন্য স্থানে (দেশের ভেতরে বা বাইরে) সাময়িক বা স্থায়ীভাবে স্থানান্তরিত হন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions