The two cities in “A Tale of Two Cities” are-
Solution
Correct Answer: Option B
- বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্স রচিত "A Tale of Two Cities" একটি ঐতিহাসিক উপন্যাস।
- এই উপন্যাসের পটভূমিতে থাকা দুটি শহর হলো ইংল্যান্ডের লন্ডন এবং ফ্রান্সের প্যারিস।
- ফরাসী বিপ্লবের সময়কার ভয়াবহতা এবং লন্ডন ও প্যারিসের সেসময়ের সামাজিক অবস্থার চিত্র এখানে তুলে ধরা হয়েছে।
- ১৮৫৯ সালে প্রকাশিত এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্রগুলো হলো সিডনি কার্টন, চার্লস ডার্নে এবং লুসি মানেট।