কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ?

A চিত্তনামা

B সাম্যবাদী

C রুদ্রমঙ্গল

D ধূমকেতু

Solution

Correct Answer: Option C

- কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ 'রুদ্রমঙ্গল' (১৯২৭)।
- রুদ্রমঙ্গল, আমার পথ, মোহগ্রম, বিষ-বাণী, ক্ষুদিরামের মা, ধূমকেতুর পথ, মন্দির ও মসজিদ, হিন্দু- মুসলমান- নামে মোট ৮টি প্রবন্ধ এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে।

- তাঁর সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু' (১৯২২);
- কাব্যগ্রন্থ 'চিত্তনামা' (১৯২৫) ও 'সাম্যবাদী' (১৯২৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions