চাঁপাই নবাবগঞ্জের নাচোল কৃষক বিদ্রোহ হয় কোন সালে?

A ১৯৪৭ সালে

B ১৯৪৯ সালে

C ১৯৫০ সালে

D ১৯৫৩ সালে

Solution

Correct Answer: Option C

- কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্রের নেতৃত্বে ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহ সংঘটিত হয় যা ইতিহাসে নাচোল বিদ্রোহ নামে পরিচিত।
- সাঁওতালরা বংশপরম্পরায় একই জমি চাষ করে আসলেও তার স্বত্বাধিকার স্বীকৃত হয়নি। বরঞ্চ প্রথা অনুযায়ী কৃষক প্রতি কুড়ি আড়ি ফসল কাটার বিনিময়ে মাত্র তিন আড়ি ধান পেত। পরে আন্দোলনরত কৃষকরা দাবি করে কুড়ি আড়ি ধান প্রতি সাত আড়ি ধান লাভের অধিকার ।আন্দোলন দিকে দিকে তীব্রতর হতে থাকে।
- এরই মধ্যে ১৯৫০ সালে প্রণীত ' পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন' এর আওতায় সাঁওতাল চাষিদের জমির উপর অধিকার প্রদান করা হয় এবং এতে আন্দোলন স্তিমিত হয়ে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions