'মাছের মা' বাগধারার অর্থ-

A নিষ্ঠুর

B অত্যাচারী

C কপট

D নীতিহীন

Solution

Correct Answer: Option A

- 'মাছের মা' বাগধারার অর্থ- নিষ্ঠুর। 
- "মাছের মায়ের পুত্রশোক" বাগধারাটির অর্থ মিথ্যা শোক ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ
- ‘বকধার্মিক’ বাগধারা টির অর্থ - ভণ্ড।
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক।
- ‘কানকাটা’ বাগধারা টির অর্থ - বেহায়া।
- ‘গাছ পাথর’ বাগ্‌ধারাটির অর্থ - হিসাব নিকাশ।
- 'ছা-পোষা' বাগধারাটি অর্থ - অত্যন্ত গরীব।
- ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ - অমিতব্যয়ী।
- ‘পায়া ভারি’ বাগধারা টির অর্থ - অহঙ্কার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions