রহিম একটি কাজ ২০ দিনে এবং করিম ৩০ দিনে করতে পারে। তারা একদিন একত্রে কাজ করে ৫০০ টাকা পায়। করিম কত টাকা পাবে?
Solution
Correct Answer: Option B
রহিম ১ দিনে করে কাজটির = ১/২০ অংশ
করিম ১ দিনে করে = ১/৩০ অংশ
∴ দুজন একত্রে ১ দিনে করতে পারে = (১/২০) + (১/৩০) অংশ
প্রশ্নমতে,
(১/২০) + (১/৩০) অংশ = ৫০০ টাকা
⇒ (৩ + ২)/৬০ অংশ = ৫০০ টাকা
⇒ ১/১২ অংশ = ৫০০ টাকা
⇒ ১ বা সম্পূর্ণ অংশ = ৬০০০ টাকা
∴ করিম পায় = (১/৩০) × ৬০০০ টাকা
= ২০০ টাকা