কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণের মান কত?

A ৪৮°

B ৪২°

C ৯০°

D ১০২°

Solution

Correct Answer: Option A

ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক°
বৃহত্তর কোণ = (ক + ৬)°

প্রশ্নমতে,
ক + ক + ৬ = ৯০° [সমকোনী ত্রিভুজের সমকোণ ব্যাতিত অপর কোণ দুটির সমষ্টি ৯০°]
⇒ ২ক = ৮৪°
∴ ক = ৪২°

ক্ষুদ্রতম কোণ = ৪২°
বৃহত্তর কোণ = (৪২ + ৬)° = ৪৮°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions