প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

A এসিড ও পানি

B ক্ষার ও পানি

C লবণ, ক্ষার ও পানি

D লবণ ও পানি

Solution

Correct Answer: Option D

- প্রশমন বিক্রিয়া বলতে এমন একটি রাসায়নিক বিক্রিয়াকে বোঝায়, যেখানে এসিড ও ক্ষার পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার ফলে এসিডের H⁺ আয়ন এবং ক্ষারের OH⁻ আয়ন একত্রে পানি (H₂O) তৈরি করে এবং পাশাপাশি একটি লবণ উৎপন্ন হয়।
- উদাহরণ: HCl (এসিড) + NaOH (ক্ষার) → NaCl (লবণ) + H₂O (পানি)

বৈশিষ্ট্য:
- এই বিক্রিয়ায় এসিড ও ক্ষার পরস্পরকে নিরপেক্ষ করে, তাই একে নিরপেক্ষীকরণ বিক্রিয়া-ও বলা হয়।
- বিক্রিয়ার প্রধান পণ্য হলো লবণ ও পানি।

- প্রশমন বিক্রিয়ায় এসিড ও ক্ষার একত্রে লবণ ও পানি তৈরি করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions