অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে?

A অশোক

B শশাঙ্ক

C মগদ

D ধর্মপাল

Solution

Correct Answer: Option B

রাজা শশাঙ্ক ৫৯৪ খ্রিষ্টাব্দের শুরুর দিকে গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করে 'কর্ণসুবর্ণে 'রাজধানী স্থাপন করেন । প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম সার্বভৌম শাসক যিনি পুরো বাংলাকে একত্রিত করতে পেরেছিলেন।

- উত্তর বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত স্বাধীন গৌড়রাজ্যের বিস্তৃতি ছিলো।
- ৫৯৪ খ্রি. থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক গৌড়রাজ্য শাসন করেন।
- মৌর্য বংশের তৃতীয় শাসক অশোক,যাকে বৌদ্ধ ধর্মের কনস্টেনটাইন বলা হয় ।
- পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions