Solution
Correct Answer: Option B
- বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, ইন্-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে-ত্ব ও-তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে।
যেমন:
- কৃতী → কৃতিত্ব,
- দায়ী → দায়িত্ব,
- প্রতিযোগী → প্রতিযোগিতা,
- মন্ত্রী → মন্ত্রিত্ব
- সহযোগী → সহযোগিতা।