Solution
Correct Answer: Option A
- এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন: একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। বাক্য সংকোচনের ফলে ভাষা সহজ, সরল, সাবলীল ও মার্জিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যে এর গুরুত্ব অপরিসীম।
• উদাহরণ:
- যার সবকিছু চুরি হয়ে গিয়েছে= হৃতসর্বস্ব
- সর্বস্ব হারিয়েছে যে= সর্বহারা
- যার কোনো বাস্তভিটা নেই= উদ্বাস্তু
- যার হাতে কিছু নেই/শূন্য হাত= রিক্তহস্ত