Solution
Correct Answer: Option C
- 'ভস্ম' শব্দটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ। এর আভিধানিক অর্থ হলো দগ্ধাবশেষ বা যা পুড়ে গেছে।
- সহজ বাংলায় কোনো বস্তু পুড়ে যাওয়ার পর যে অবশিষ্টাংশ থাকে, তাকেই ‘ছাই’ বা ভস্ম বলা হয়।
- ‘ভস্ম’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: ছাই, বিভূতি, ক্ষার ইত্যাদি।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, ভস্ম হলো দহনজাত চূর্ণ বা ছাই।
• উদাহরণ:
আগুনে পুড়ে সব কিছু ভস্ম হয়ে গেল। (এখানে ভস্ম অর্থ ছাই)।