Kleptocracy বলতে কি বুঝায়?
A ধনিক গোষ্ঠীর শাসন
B অদক্ষ লোকের শাসন
C দুর্নীতিগ্রস্ত সরকার
D রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ
Solution
Correct Answer: Option C
- Kleptocracy বলতে এমন একটি সরকার বা শাসনব্যবস্থা বোঝায় যেখানে শাসকগণ তাদের ক্ষমতার মাধ্যমে দেশের সম্পদ চুরি করে।
- এটি রাজনৈতিক ও সরকারি দুর্নীতির একটি চিত্র, যেখানে ক্ষমতাশালী ব্যক্তি বা গোষ্ঠী দেশের সম্পদ লুণ্ঠন করে।