Solution
Correct Answer: Option C
- COP-30 (Conference of the Parties) সম্মেলনটি ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- এই সম্মেলনটি ব্রাজিলের উত্তরাঞ্চলের বেলেম (Belem) শহরে আয়োজিত হবে।
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩০ তম সম্মেলন।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
- উল্লেখ্য যে, COP-28 অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে এবং COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানে।