A International Electrotechnical Commission
B International Electrical Committee
C International Electrical Council
D International Electrical Committee
Solution
Correct Answer: Option A
- IEC-এর পূর্ণরূপ হলো International Electrotechnical Commission।
- এটি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা সব ধরনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য মান নির্ধারণ ও প্রকাশ করে।
- এই সংস্থার প্রধান সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
- ১৯০৬ সালে লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলনে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশ এই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।