Refrigeration system এ refrigerant এর কি গুণ থাকা আবশ্যক?
Solution
Correct Answer: Option A
- রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্টের বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে তাপ শোষণ ও বর্জন করা হয়, তাই এর সুপ্ত তাপ (Latent Heat) বেশি হওয়া আবশ্যক।
- বেশি সুপ্ত তাপ থাকার ফলে অল্প পরিমাণ রেফ্রিজারেন্ট ব্যবহার করে অধিক পরিমাণ তাপ অপসারন করা সম্ভব হয়।
- এর ফলে কম্প্রেসরের ওপর চাপ কমে এবং পুরো রেফ্রিজারেশন সিস্টেমের দক্ষতা (Efficiency) বৃদ্ধি পায়।
- এছাড়াও একটি আদর্শ রেফ্রিজারেন্টের ফুটনাঙ্ক বা Boiling point কম হতে হবে, যাতে কম তাপমাত্রায় বাষ্পীভূত হতে পারে।
- রেফ্রিজারেন্ট হতে হবে অদাহ্য, অবিষাক্ত এবং পরিবেশবান্ধব, যা সিস্টেমের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।