Refrigeration system এ refrigerant এর কি গুণ থাকা আবশ্যক?

A High latent heat

B Low latent heat

C Low sensible heat

D High sensible heat

Solution

Correct Answer: Option A

- রেফ্রিজারেশন সাইকেলে রেফ্রিজারেন্টের বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে তাপ শোষণ ও বর্জন করা হয়, তাই এর সুপ্ত তাপ (Latent Heat) বেশি হওয়া আবশ্যক
- বেশি সুপ্ত তাপ থাকার ফলে অল্প পরিমাণ রেফ্রিজারেন্ট ব্যবহার করে অধিক পরিমাণ তাপ অপসারন করা সম্ভব হয়।
- এর ফলে কম্প্রেসরের ওপর চাপ কমে এবং পুরো রেফ্রিজারেশন সিস্টেমের দক্ষতা (Efficiency) বৃদ্ধি পায়
- এছাড়াও একটি আদর্শ রেফ্রিজারেন্টের ফুটনাঙ্ক বা Boiling point কম হতে হবে, যাতে কম তাপমাত্রায় বাষ্পীভূত হতে পারে।
- রেফ্রিজারেন্ট হতে হবে অদাহ্য, অবিষাক্ত এবং পরিবেশবান্ধব, যা সিস্টেমের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions