Solution
Correct Answer: Option D
- প্রবাহিত বিদ্যুতের ক্ষেত্রে পরিবাহীর দুই প্রান্তের বিভব বা ভোল্টেজকে বৈদ্যুতিক চাপ বলা হয়ে থাকে।
- যেমন পানির প্রবাহ নির্ভর করে এর উচ্চতার পার্থক্যের বা চাপের উপর, তেমনি বিদ্যুৎ প্রবাহ নির্ভর করে বর্তনীর দুই প্রান্তের বিভবের পার্থক্যের উপর।
- এই বৈদ্যুতিক চাপ বা বিভব পার্থক্যকে ভোল্টেজ বলা হয়।
- কোনো বিদ্যুৎ পরিবাহী তার বা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে যে বাধা সৃষ্টি হয় তাকে রোধ বা Resistance বলে।
- পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা Current বলে।
- বিভব পার্থক্যের একক হলো ভোল্ট (Volt)।