Solution
Correct Answer: Option B
- পেট্রোল ইঞ্জিনে জ্বালানি ও বাতাসের মিশ্রণকে প্রজ্বলিত করার জন্য 'স্পার্ক প্লাগ' (Spark Plug) ব্যবহার করা হয়।
- একে অনেক সময় সাধারণ ভাষায় স্ট্রোক প্লাগ বা ইগনিশন প্লাগও বলা হয়ে থাকে।
- ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগ থাকে না, সেখানে বাতাসের উচ্চ চাপের ফলে সৃষ্ট তাপে জ্বালানি প্রজ্বলিত হয়।
- স্টিম ইঞ্জিন চলে জলীয় বাষ্পের চাপে, তাই সেখানেও এই ধরনের প্লাগের প্রয়োজন হয় না।