Solution
Correct Answer: Option B
- ১৯২৭ সালে জন্মগ্রহণকারী কম্পিউটার বিজ্ঞানী ও গণিতবিদ জন ম্যাকার্থি (John McCarthy) হলেন 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক।
- ১৯৫৫ সালে তিনি প্রথম 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' শব্দটি ব্যবহার করেন এবং ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে অনুষ্ঠিত এক সম্মেলনে এই ধারণাটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন।
- তিনি লিস্প (LISP) নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভাবক, যা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
- এই লিস্প (LISP) প্রোগ্রামিং ভাষায় মেমোরি ব্যবস্থাপনার জন্য তিনি ' গারবেজ কালেকশন' (Garbage Collection) নামক একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিরও প্রবর্তন করেন।