‘সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী’ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত হয়েছে?

A ৮৮

B ৮৯

C ৯০

D ৯১

Solution

Correct Answer: Option D

বাংলাদেশের সংবিধানের ৯১ অনুচ্ছেদে ‘সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী’ সম্পর্কে বিধান বিবৃত হয়েছে।
- এই অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো নির্দিষ্ট অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হয় বা নতুন কোনো প্রয়োজন দেখা দেয়, তবে রাষ্ট্রপতির সুপারিশক্রমে সংসদে সম্পূরক বা অতিরিক্ত আর্থিক বিবৃতি পেশ করার বিধান রয়েছে।
- ৮৮ অনুচ্ছেদে সংযুক্ত তহবিলের ওপর দায়যুক্ত ব্যয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
- ৮৯ অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট সম্পর্কিত পদ্ধতির উল্লেখ রয়েছে।
- ৯০ অনুচ্ছেদে নির্দিষ্টকরণ আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions