Solution
Correct Answer: Option A
- বাংলাদেশে বর্তমানে বেসরকারি ইপিজেড (Private EPZ) এর সংখ্যা ২টি।
- এগুলো হলো- কেইপিজেড (KEPZ) এবং রংপুর ইপিজেড।
- কোরিয়ান ইপিজেড বা কেইপিজেড (KEPZ) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত, যা ইয়ংগাওয়ান কর্পোরেশনের মালিকানাধীন।
- এটি বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড এবং দেশের বৃহত্তম ব্যক্তিগত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।
- বাংলাদেশে সরকারি ইপিজেডের সংখ্যা ৮টি।
- সরকারি ইপিজেডগুলো নিয়ন্ত্রণ করে বেপজা (BEPZA), আর বেসরকারি ইপিজেডগুলো সরকারি অনুমোদন সাপেক্ষে পরিচালিত হয়।