ন, স -

A ওষ্ঠ্য ব্যঞ্জনবর্ণ

B দন্ত্য ব্যঞ্জনবর্ণ

C দন্ত্যমূলীয় ব্যঞ্জনবর্ণ

D কণ্ঠনালীয় ব্যঞ্জনবর্ণ

Solution

Correct Answer: Option C

- জিহ্বার ডগাটি দাঁতের পিছনের শক্ত অংশ বা দন্তমূলে স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি বলা হয়।
- বাংলা ভাষার "ন", "র", "ল", ও "স" বর্ণগুলোর উচ্চারণ দন্তমূলীয় বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions