Solution
Correct Answer: Option A
- জেমস জয়েস (James Joyce) ছিলেন একজন বিখ্যাত আইরিশ উপন্যাসিক, ছোটগল্প লেখক এবং কবি।
- তিনি বিংশ শতাব্দীর আধুনিকতাবাদী আভা-গর্দ (avant-garde) ধারার অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত হন।
- তার জন্ম ১৮৮২ সালের ২রা ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এবং তিনি ১৯৪১ সালে জুরিখে মৃত্যুবরণ করেন।
- তার লেখা বিখ্যাত সাহিত্যকর্ম গুলোর মধ্যে রয়েছে ‘ইউলিসিস’ (Ulysses), ‘ডাবলিনার্স’ (Dubliners) এবং ‘আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান’ (A Portrait of the Artist as a Young Man)।
- তার লেখার শৈলী এবং পরীক্ষামূলক ভাষা ব্যবহারের কারণে তাকে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়।