রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন?
Solution
Correct Answer: Option C
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) তাঁর জীবদ্দশায় সাহিত্যচর্চার পাশাপাশি বেশ কিছু পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করেছিলেন। তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর মধ্যে 'সাধনা' এবং 'তত্ত্ববোধিনী' অন্যতম।
• সাধনা পত্রিকা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সাল থেকে ১৮৯৫ সাল পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন। তবে সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে 'সাধনা' প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ মূলত এর প্রধান লেখক ও চালক ছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেই সম্পাদকের দায়ীত্ব গ্রহণ করেন। এই পত্রিকায় তিনি সাহিত্য, সমাজ ও রাজনীতি বিষয়ক বহু প্রবন্ধ প্রকাশ করেন।
• তত্ত্ববোধিনী পত্রিকা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ‘তত্ত্ববোধিনী সভা’র মুখপত্র হিসেবে ১৮৪৩ সালে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন (১৯১১-১৯১৫)।
এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত অন্যান্য গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো হলো:
- ভারতী (১৮৯৮-১৮৯৯): দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই পত্রিকার সম্পাদক হিসেবে তিনি এক বছর দায়িত্ব পালন করেন।
- বঙ্গদর্শন (নবপর্যায়): বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত বঙ্গদর্শন বন্ধ হয়ে গেলে, ১৯০১ সালে রবীন্দ্রনাথের সম্পাদনায় এটি ‘বঙ্গদর্শন (নবপর্যায়)’ নামে পুনরায় প্রকাশিত হয়। তিনি ১৯০১ থেকে ১৯০৫ পর্যন্ত এটি সম্পাদনা করেন।
সূত্র: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি চরিতাভিধান।