Solution
Correct Answer: Option B
- ইংরেজি ব্যাকরণ অনুযায়ী prefixes বা উপসর্গ যুক্ত করে অনেক শব্দের বিপরীতার্থক শব্দ তৈরি করা হয়।
- 'Legal' শব্দটির অর্থ হলো 'আইনগত' বা 'বৈধ'।
- এই শব্দটির শুরুতে 'il-' প্রিফিক্স (Prefix) বা উপসর্গ যুক্ত করে এর বিপরীত শব্দ গঠন করা হয়।
- তাই, সঠিক বানান ও ব্যাকরণ মেনে ‘Legal’-এর বিপরীতার্থক শব্দ বা Antonym হলো 'Illegal', যার অর্থ 'বেআইনি' বা 'অবৈধ'।
- অন্যান্য অপশনগুলো (Inlegal, Unlegal, Ilegal) ইংরেজি ভাষায় সঠিক শব্দ নয়।