কোন সংখ্যার চারগুণের সঙ্গে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে?
Solution
Correct Answer: Option D
মনে করি, সংখ্যাটি = $x$
প্রশ্নমতে, সংখ্যাটির চারগুণের সাথে ১ যোগ করলে হয় = $4x + 1$
আবার, সংখ্যাটির ৩ গুণের চেয়ে ৫ বেশি হলে হয় = $3x + 5$
শর্তানুসারে,
$4x + 1 = 3x + 5$
বা, $4x - 3x = 5 - 1$ [পক্ষান্তর করে]
বা, $x = 4$
$\therefore$ নির্ণেয় সংখ্যাটি = ৪
শর্টকাট টেকনিক:
অপশন টেস্ট (Option Test) পদ্ধতিতে খুব সহজে উত্তর বের করা সম্ভব।
অপশন (4) এর ক্ষেত্রে:
সংখ্যার ৪ গুণ + ১ = $৪ \times ৪ + ১ = ১৬ + ১ = ১৭$
আবার, সংখ্যার ৩ গুণ + ৫ = $৩ \times ৪ + ৫ = ১২ + ৫ = ১৭$
যেহেতু দুইটি ফলাফল মিলে গেছে, তাই সঠিক উত্তর ৪।