বাংলাদেশের কোন সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
A ব্রজেন দাস
B আ: মালেক
C মোশারফ হোসেন
D রওশন আলী
Solution
Correct Answer: Option A
- ইংলিশ চ্যানেল পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর।
- এটি মূলত আটলান্টিক মহাসাগরের অংশ।
- এর দৈর্ঘ্য প্রায় ৫৬০ কিলোমিটার।
- প্রথম বাংলাদেশি হিসাবে ব্রজেন দাস ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত সর্বমোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন।