সূর্য পৃথিবীর চেয়ে কতগুণ বড়?

A ১০ লক্ষ

B ১১ লক্ষ

C ১২ লক্ষ

D ১৩ লক্ষ

Solution

Correct Answer: Option D

- সূর্য একটি নক্ষত্র।
- এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক।
- এর ব্যাস ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার এবং ভর প্রায় ১.৯৯×১০১৩ কিলোগ্রাম।
- পৃথিবীসহ অন্যান্য গ্রহ, উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস সূর্য।
- সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ।

- সেগুলো হলো- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
- পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।
- সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার ও ব্যাস প্রায় ১২,৬৬৭ কিলোমিটার।
- সূর্য পৃথিবীর চেয়ে প্রায় ১৩ লক্ষ গুণ বড়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions