শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, এই সংঙ্গাটি কার?
A ডিকে ম্যাথিউস
B স্মীথ
C বি ন্যাশ
D ক্লিফটন
Solution
Correct Answer: Option A
শারীরিক শিক্ষা সংক্রান্ত সংজ্ঞা ও দৃষ্টিভঙ্গি:
• ডি. কে. ম্যাথিউস: শারীরিক কার্যকলাপের মাধ্যমে অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা।
• সি. এ. বুচার (C.A. Bucher): শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক উন্নয়ন ঘটিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া।
• হপ স্মিথ ও ক্লিফটন: বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গসঞ্চালনকেই শারীরিক শিক্ষা বলা হয়।
• জে. বি. ন্যাশ: শারীরিক শিক্ষা পুরো শিক্ষার এমন একটি অংশ যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যক্তির শারীরিক ও স্বভাবগত পরিবর্তন এবং উন্নতি সাধন করে।