Solution
Correct Answer: Option A
- 'দায়িত্ব' একটি সংস্কৃত বা তৎসম শব্দ। এর ব্যুৎপত্তি হলো: দায় + ত্ব (প্রত্যয়) = দায়িত্ব।
- এর অর্থ হলো: দায়ভার, কর্তব্যভার, কোনো কাজের জবাবদিহিতা।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী সঠিক বানানটি হলো দায়িত্ব।