Solution
Correct Answer: Option B
‘মুক্ত’ শব্দের অর্থ হলো খোলা, অবারিত বা বাঁধনহীন। এর যথার্থ বিপরীত শব্দ হলো বন্ধ (Closed) বা বদ্ধ।
অন্য অপশনগুলো:
স্বাধীন: এটি ‘মুক্ত’ শব্দের সমার্থক ।
মুক্তি: এটি বিশেষ্য পদ , যার বিপরীত ‘বন্ধন’।
বাহির: এর বিপরীত শব্দ ‘ভিতর’।