Solution
Correct Answer: Option A
- প্রশ্নোক্ত 'মুখচোরা' বাগধারাটির সঠিক অর্থ হলো লাজুক বা যে সহজে লোকের সামনে মিশতে বা কথা বলতে পারে না। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, 'মুখচোরা' শব্দটি একটি বিশেষণ পদ, যার অর্থ লাজুক প্রকৃতির বা অমিশুক।
• উদাহরণ:
ছেলেটি বড্ড মুখচোরা, কারো সামনে আসতেই চায় না।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- ভীতু: এর অর্থ যে ভয় পায় বা যার সাহস কম। এর সার্থক বাগধারা হলো ‘কাপুরুষ’ বা ‘ভিজে বেড়াল’ (কপটচারী অর্থেও ভীরুতা প্রকাশ পায়), কিন্তু ‘মুখচোরা’ নয়।
- স্পষ্টভাষী: এর অর্থ যে মুখের ওপর সত্য কথা বলে দেয় বা স্পষ্ট কথা বলে। এর সার্থক বাগধারা হলো ‘ঠোঁটকাটা’ বা ‘চশমখোর’ (চক্ষুলজ্জাহীন অর্থে)।
- বাচাল: এর অর্থ যে অতিরিক্ত কথা বলে। এর সার্থক বাগধারা হলো ‘ঢেঁকি অবতার’ (নির্বোধ ও বাচাল অর্থে) বা ‘খৈ-ফোটা মুখ’।