Solution
Correct Answer: Option A
- ইংরেজি শব্দ 'Fag end' একটি ইডিয়ম বা বাগধারা হিসেবে ব্যবহৃত হয়।
- এই শব্দগুচ্ছটির আক্ষরিক অর্থ হলো কোনো কিছুর শেষ অংশ বা অবশিষ্ট ভাগ।
- বিশেষ করে কোনো দীর্ঘ বা ক্লান্তিকর কাজের শেষের অংশ বা সিগারেটের শেষ টুকরো বোঝাতে এটি ব্যবহৃত হয়।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'The last part' হলো সঠিক উত্তর।
- উদাহরণস্বরূপ বলা যায়, We are at the fag end of the project (আমরা প্রকল্পটির একদম শেষ প্রান্তে আছি)।