Which of the following is not a contagious disease?
Solution
Correct Answer: Option B
- যে সকল রোগের জীবাণু বায়ু, পানি বা অন্য কোন মাধ্যমের সাহায্যে শরীরে প্রবেশ করে তাদের সংক্রামক (Intectious Diseases) রোগ বলে।
- আর যখন কিছু Intectious রোগের জীবাণু রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদের ছোঁয়াচে বা (Contagious) রোগ বলে।
- যক্ষ্মা, জলবসন্তু, মাম্পস, কলেরা, স্মলপক্স, ফাইলেরিয়া প্রভৃতি হচ্ছে ছোঁয়াচে (Contagious) রোগ।
- অন্যদিকে টাইফয়েড হচ্ছে সংক্রামক (Intectious) রোগ যা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে।