The American state that is nearest to Russia is -
A Washington
B Maine
C Alaska
D Connecticut
E None
Solution
Correct Answer: Option C
- আলাস্কা আয়তনে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য এবং এটি রাশিয়ার নিকটে অবস্থিত।
- রাশিয়া ১৮ শতকের শুরুতে আলাস্কায় উপনিবেশ স্থাপন করে।
- পরবর্তীতে রাশিয়া ১৮৬৭ সালে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে।
- ১৯১২ সালে এটি আমেরিকা প্রশাসনিক অঞ্চল এবং ১৯৫৯ সালে ৪৯তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।