Solution
Correct Answer: Option C
- এক্সরের থেকে কম বা ছোট কম্পাঙ্কের বিবিরণ হচ্ছে অতিবেগুনি রশ্মি (ultraviolet ray)।
- এর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার এক্সরে ও দৃশ্যমান আলোর মাঝামাঝি।
- সূর্য রশ্মি এই বিকিরণের প্রধান উৎস।
- এ রশ্মি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে।
- এ রশ্মি শরীরে বেশি পড়লে ক্ষতি হয়।
- অতিবেগুনি রশ্মি মূলত ৩ ধরনের- UV-A, UV-B এবং UV-C.
- এর মধ্যে UV-C সবচেয়ে বেশি ক্ষতিকর।