Solution
Correct Answer: Option D
‘লেফাফা দুরস্ত’ বলতে সাধারণ অর্থে বাইরে পরিপাটি বা ‘বাইরের ঠাট বজায় রেখে চলে এমন’ বোঝায়।
ফারসি শব্দ 'লেফাফা' (যার অর্থ খাম, মোড়ক বা আচ্ছাদন) এবং 'দুরস্ত্' (যার অর্থ ঠিক, দস্তুরসই বা পরিপাটি) এর সমন্বয়ে এই বাগধারাটি গঠিত। আক্ষরিক অর্থে এর মানে দাঁড়ায় 'পরিপাটি মোড়ক'। কিন্তু বাগধারা হিসেবে এর আলংকারিক অর্থ হলো, এমন ব্যক্তি যে ভেতরটা শূন্য বা অসার হলেও বাইরে নিজেকে খুব পরিপাটি বা কেতাদুরস্ত রাখে।
- লোকটি দেখতে লেফাফা দুরস্ত হলেও বিদ্যার দৌড় নেই বললেই চলে।