What is the name of the building built on the site of the demolished Twin Towers in the USA?
Solution
Correct Answer: Option B
সঠিক উত্তরের ব্যাখ্যা:
- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর ওই স্থানে নির্মিত নতুন ভবনটির নাম 'ফ্রিডম টাওয়ার' (Freedom Tower)।
- বর্তমানে এই ভবনটিকে আনুষ্ঠানিকভাবে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (One World Trade Center) নামেও ডাকা হয়।
- এটি নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনে অবস্থিত এবং এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন।
- এর মোট উচ্চতা ১৭৭৬ ফুট, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বছর (১৭৭৬ সাল) নির্দেশ করে।
- এই ভবনটি মূল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মরণে এবং পুনর্নির্মাণ প্রকল্পের প্রধান অংশ হিসেবে তৈরি করা হয়েছে।