Which chemical is used to purify drinking water?
Solution
Correct Answer: Option B
- পানিকে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন (Chlorine) বহুল ব্যবহৃত একটি রাসায়নিক উপাদান।
- সাধারণত ব্লিচিং পাউডার ($Ca(OCl)Cl$) পানির সংস্পর্শে এলে ক্লোরিন গ্যাস ($Cl_2$) নির্গত করে, যা পানির ক্ষতিকারক জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।
- এই ক্লোরিন একটি শক্তিশালী জারক ও জীবাণুনাশক হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া ও ভাইরাস মেরে ফেলে।
- ক্লোরিন ব্যবহার করে পানিকে জীবাণুমুক্ত করার এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটিকে ‘ক্লোরিনেশন’ (Chlorination) বলা হয়।