Solution
Correct Answer: Option A
- ‘এডামস পিক’ বা শ্রীপদ শ্রীলংকার দক্ষিণ-পশ্চিম সীমান্তে সাবারাগামুওয়া প্রদেশে অবস্থিত একটি পবিত্র পর্বত।
- এই পর্বতের চূড়ায় একটি পায়ের ছাপ রয়েছে, যা বৌদ্ধ, হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়।
- মুসলমান ও খ্রিস্টানরা বিশ্বাস করেন, এটি নবী হযরত আদম (আঃ)-এর পায়ের ছাপ, যখন তিনি বেহেশত থেকে পৃথিবীতে পতিত হয়েছিলেন।
- বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এটি গৌতম বুদ্ধের পবিত্র বাম পায়ের ছাপ।
- হিন্দুরা বিশ্বাস করেন, এটি দেবতা শিবের পায়ের ছাপ এবং তাদের কাছে এই পর্বতটি ‘শিবনন আদিপধম’ নামে পরিচিত।
- এই পর্বতটির উচ্চতা ২,২৪৩ মিটার (৭,৩৫৯ ফুট) এবং এটি একটি নিভে যাওয়া আগ্নেয়গিরি।