What does the idiom "burn the midnight oil" mean?

A Go to bed early

B Relax in the evening

C Work late at night

D Waste time

Solution

Correct Answer: Option C

- বাগধারা বা Idiom ‘Burn the midnight oil’-এর শাব্দিক অর্থ অনেকটা ‘মধ্যরাতে তেল পোড়ানো’র মতো।
- তবে এর ভাবার্থ বা প্রকৃত অর্থ হলো ‘গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা বা পড়াশোনা করা’
- প্রাচীনকালে বৈদ্যুতিক বাতি ছিল না, তাই রাতে কাজ করার জন্য মানুষকে তেলের প্রদীপ জ্বালাতে হতো, সেখান থেকেই এই বাগধারাটির উৎপত্তি।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘Work late at night’ অর্থ হলো গভীর রাত পর্যন্ত কাজ করা, যা এই বাগধারাটির সঠিক অর্থ প্রকাশ করে।
- অন্যদিকে, ‘Go to bed early’ (তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া), ‘Relax in the evening’ (সন্ধ্যায় বিশ্রাম নেওয়া) এবং ‘Waste time’ (সময় নষ্ট করা) এই অর্থগুলোর সাথে বাগধারাটির কোনো মিল নেই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions