'বাগযন্ত্র' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?

A ধধ্বনিতত্ত্ব

B রূপতত্ত্ব

C অর্থতত্ত্ব

D বাক্যতত্ত্ব

Solution

Correct Answer: Option A

ব্যাকরণের যে অংশে ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস এবং ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে ধ্বনিতত্ত্ব (Phonology) বলে। বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ (যেমন- ফুসফুস, কণ্ঠনালি, জিব, তালু, দাঁত, ঠোঁট প্রভৃতি) ব্যবহার করেই আমরা ধ্বনি উচ্চারণ করি। তাই বাগযন্ত্র ধ্বনিতত্ত্বের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আলোচিত হয়।

- বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষা ভাবের বাহন, আর এই ভাষার মূল উপাদান হলো ধ্বনি যা বাগযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়।
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো: ধ্বনি, বর্ণ, উচ্চারণ স্থান, ণত্ব ও ষত্ব বিধান, সন্ধি ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions