UDCG বা Ramstein গ্রুপের মূল উদ্দেশ্য কী?
A ইউক্রেনের অর্থনৈতিক উন্নয়ন
B ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান
C ইউক্রেনের শিক্ষাব্যবস্থা উন্নত করা
D ইউক্রেনের সাংস্কৃতিক প্রচার
Solution
Correct Answer: Option B
- Ukraine Defense Contact Group (UDCG) বা Ramstein গ্রুপের মূল উদ্দেশ্য হলো ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান।
- এটি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর গঠিত হয় ।
- ৫৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিলে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য সামরিক সরঞ্জাম ও সহায়তা সমন্বয় করে।
- এই গ্রুপ নিয়মিত বৈঠকের মাধ্যমে ইউক্রেনের নিরাপত্তা চাহিদা পূরণে কাজ করে।