Solution
Correct Answer: Option C
- Theocracy শব্দটি গ্রিক শব্দ 'Theos' (ঈশ্বর) এবং 'kratos' (ক্ষমতা বা শাসন) থেকে এসেছে।
- যখন কোনো রাষ্ট্র বা সরকার কোনো নির্দিষ্ট ধর্মের যাজক সম্প্রদায় বা ধর্মগুরুদের দ্বারা পরিচালিত হয়, তখন তাকে থিওক্রেসি বা ধর্মরাষ্ট্র বলা হয়।
- এই শাসনব্যবস্থায় রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় আইনকে এক ও অভিন্ন মনে করা হয়।
- অপশনগুলোর মধ্যে Church authorities বা গির্জার কর্তৃপক্ষ ধর্মগুরুদের প্রতিনিধিত্ব করে, তাই এটিই সঠিক উত্তর।
- অন্যদিকে, অভিজাতদের শাসনকে বলা হয় Aristocracy এবং ধনীদের শাসনকে বলা হয় Plutocracy।