Theocracy is the rule by the _____

A nobility

B wealthy class

C church authorities

D philosophers

Solution

Correct Answer: Option C

- Theocracy শব্দটি গ্রিক শব্দ 'Theos' (ঈশ্বর) এবং 'kratos' (ক্ষমতা বা শাসন) থেকে এসেছে।
- যখন কোনো রাষ্ট্র বা সরকার কোনো নির্দিষ্ট ধর্মের যাজক সম্প্রদায় বা ধর্মগুরুদের দ্বারা পরিচালিত হয়, তখন তাকে থিওক্রেসি বা ধর্মরাষ্ট্র বলা হয়।
- এই শাসনব্যবস্থায় রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় আইনকে এক ও অভিন্ন মনে করা হয়।
- অপশনগুলোর মধ্যে Church authorities বা গির্জার কর্তৃপক্ষ ধর্মগুরুদের প্রতিনিধিত্ব করে, তাই এটিই সঠিক উত্তর।
- অন্যদিকে, অভিজাতদের শাসনকে বলা হয় Aristocracy এবং ধনীদের শাসনকে বলা হয় Plutocracy

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions