They gave me a form and told me to ________
Solution
Correct Answer: Option B
- Fill in একটি Phrasal Verb যার অর্থ কোনো ডকুমেন্ট বা ফর্মের শূন্যস্থানে প্রয়োজনীয় তথ্য লেখা বা পূরণ করা।
- যখন কোনো Phrasal Verb-এর Object হিসেবে কোনো Pronoun (যেমন- it, them, me, us) ব্যবহার করা হয়, তখন সেই Pronoun-টি অবশ্যই Verb এবং Preposition-এর মাঝখানে বসে।
- এখানে 'The form'-এর পরিবর্তে Pronoun হিসেবে 'it' ব্যবহার করা হয়েছে।
- তাই নিয়ম অনুযায়ী, 'fill in it' বা 'fill on it' ভুল প্রয়োগ। সঠিক গঠনটি হলো 'fill it in'।
- সুতরাং, বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর হবে Option 2: fill it in।