The disgruntled man grumbled ______ his fate.

A at

B on

C against

D over

Solution

Correct Answer: Option A

- Grumble at একটি নির্দিষ্ট শব্দগুচ্ছ বা phrase যার অর্থ কোনো কিছুর প্রতি অসন্তোষ বা বিরক্তি প্রকাশ করা।
- যখন কেউ তার ভাগ্য বা কোনো পরিস্থিতির প্রতি বিরক্ত হয়ে অভিযোগ করে, তখন grumble এর পর Preposition হিসেবে at বসে।
- বাক্যের অর্থ দাঁড়ায়: "অসন্তুষ্ট লোকটি তার ভাগ্যের প্রতি বিরক্তি প্রকাশ করল বা গজগজ করল।"
- উল্লেখ্য যে, কারো বিরুদ্ধে নালিশ করার ক্ষেত্রে grumble against এবং কোনো বিষয় নিয়ে সাধারণভাবে অসন্তোষ প্রকাশের ক্ষেত্রে over ব্যবহৃত হতে পারে, তবে ভাগ্যের (fate) ক্ষেত্রে at ই সবচেয়ে উপযুক্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions