Solution
Correct Answer: Option B
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে ,ই-কার কিংবা ঈ -কারের পর ই -কার কিংবা ঈ -কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ -কার হয় ;দীর্ঘ ঈ -কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় ।
যেমন:
- বারি +ঈশ (ই+ঈ=ঈ) =বারীশ ;
- গিরি +ঈশ =গিরীশ
গিরি + ঈশ = গিরীশ হল পর্বতের রাজা মানে হিমালয়। আরেকটি শব্ধ আছে 'গিরিশ' মানে হল গিরিতে শয়ন করেন যিনি অর্থাৎ শিব।