বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি?

A বচনচিহ্ন

B উপসর্গ

C অনুসর্গ

D নির্দেশক

Solution

Correct Answer: Option C

বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রুপে ,আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে ,সেগুলোকে অনুসর্গ বলে।
- জন্য ,দ্বারা ,দিয়ে ,কর্তৃক ,হতে,থেকে ,চেয়ে ইত্যাদি 'অব্যয় ' পদগুলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় এবং বিভক্তি হিসেবেও ব্যবহৃত হয় ।
- তাই বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান 'অনুসর্গ ' ।
যেমনঃ
অনুসর্গ :  ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয় ।
বিভক্তি : ঋণ থেকে মুক্ত =ঋণমুক্ত

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions