“রাজমিস্ত্রী’ শব্দের ব্যাসবাক্য-

A রাজার মিস্ত্রী

B রাজ যে মিস্ত্রী

C মিস্ত্রীর রাজা

D মিস্ত্রী যার রাজা

Solution

Correct Answer: Option C

পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র,এর ) লোপ পেয়ে যে সমাস হয় তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস ।এ সমাসে 'রাজা 'স্থলে 'রাজ ' হয় এবং ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে ।
যেমনঃ 
- মিস্ত্রীর রাজা =রাজমিস্ত্রী ; 
- পথের রাজা =রাজপথ, 
- চায়ের বাগান= চাবাগান, 
- রাজার পুত্র= রাজপুত্র, 
- খেয়ার ঘাট= খেয়াঘাট ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions