বিভক্তি লোপ পায় কোন সমাসে?

A অলুক সমাসে

B বহুব্রীহি সমাসে

C কর্মধারয় সমাসে

D তৎপুরুষ সমাসে

Solution

Correct Answer: Option D

যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই তৎপুরুষ সমাস বলে ।তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যেকোন বিভক্তি থাকতে পারে ;আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয় ।
যেমন -পদ থেকে চ্যুত =পদচ্যুত । এখানে 'থেকে' বিভক্তি লোপ পেয়েছে
একইভাবে, বিপদকে আপন্ন= বিপদাপন্ন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions